শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃষ্টি

অজিত রায় ভজন
  ৩০ জুন ২০২৪, ০০:০০
বৃষ্টি

রিম ঝিম টিপ টিপ

পড়ছে তো পড়ছে,

1

খাল বিল মাঠ ঘাট

ভরছে তো ভরছে।

কাকভেজা হয়ে সব

ছুটছে তো ছুটছে,

কেউ ভিজে মজা দেখ

লুটছে তো লুটছে।

কারো ছাদ বেয়ে জল

ঝরছে তো ঝরছে,

রিম ঝিম টিপ টিপ

পড়ছে তো পড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে