শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শরৎ এলে

বদরুল হক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শরৎ এলে
শরৎ এলে

শরৎ এলে নদীর তীরে বসে কাশের মেলা,

নীলাকাশে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা।

1

ভোরবিহানে শিশির কণা জমে দূর্বা ঘাসে,

রবির কিরণ পড়ে যখন খিলখিলিয়ে হাসে।

শিউলি বকুল হাস্নাহেনা মৃদ হাওয়ায় দুলে,

বাগবাগিচা ভরে ওঠে হাজার রঙিন ফুলে।

পাকা তালে গন্ধ বিলায় মৌ মৌ মৌ করে,

তালের রসের পিঠা-বড়া হয় সবারই ঘরে।

মাঠে মাঠে কচি ধানে ছড়ায় কোমল মায়া,

ইলশেগুঁড়ি বৃষ্টি নামে লুকায় আলো-ছায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে