শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যাঙের ছাতা

টি এইচ মাহির
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ব্যাঙের ছাতা
ব্যাঙের ছাতা

ছাই রঙের গোল ছাতাটায়

ঘুমোয় কোলা ব্যাঙ,

1

ঘুম ভাঙ্গালে ভর দুপুরে

ভাঙ্গবে সবার ঠ্যাং।

ঝিঁঝিঁ পোকারা ঘাসের তলে

ডাকে দলে দলে,

ঘুম ভাঙ্গলে কোলা ব্যাঙের

পরলো থাবার তলে।

ঘাসফড়িং ঘাসের ওপর

চুপটি করে রয়,

ঠাঁই দাঁড়িয়ে কোলা ব্যাঙের

ভয়কে করে জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে