শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইলিশ

জিকরুল ইসলাম
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইলিশ
ইলিশ

ইলিশ মাছের সুনাম শুনে

ভিনদেশী এক আসে

1

প্রশ্ন করে এই মাছটা

কেন ভালোবাসে

খোকা বলে দেখতে ইলিশ

যেন রূপার মতো

স্বাদে সেরা সবার চাইতে

মাছ রয়েছে যত।

সাগর থেকে নদীর জলে

এদের বসতবাড়ি

খেয়ে দেখ রান্না করা

ভর্তি আছে হাঁড়ি।

সাহেব সুনাম করল এবার

একটু করে আহার

মাছের রাজা খেতে মজা

রূপের আছে বাহার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে