শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খুকু হবে জ্ঞানী

এম. আবু বকর সিদ্দিক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
খুকু হবে জ্ঞানী

রোজ বিহানে কিচিরমিচির

ডাকে ভোরের পাখি,

1

পাখপাখালির কলরবে

জাগে খুকুর আঁখি।

পুব গগনে স্নিগ্ধ আলোয়

হাসছে রবি ওই,

মনোযোগী হয়ে খুকু

পড়ছে নিজের বই।

ফুল বাগানে গন্ধ ছড়ায়

শিউলি বেলি ফুল,

খুকু হবে জ্ঞানী-গুণী

থাকবে না তার তুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে