রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মায়ের গল্প শোনো

আলমগীর কবির
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
মায়ের গল্প শোনো
মায়ের গল্প শোনো

যে শহরে থাক তুমি প্রজাপতি আছে?

হাত বাড়ালেই প্রজাপতি আসে তোমার কাছে?

যে শহরে থাক তুমি মাঠ কি আছে খেলার?

স্বপ্ন মাখা আকাশ আছে স্বপ্ন ডানা মেলার?

যে শহরে থাক তুমি আছে ছোট্ট নদী?

দখল ছাড়া দূষণ ছাড়া বয় কি নিরবধি?

যে শহরে থাক তুমি আছে গানের পাখি?

ভোরের বেলা ঘুম ভাঙাতে করে ডাকাডাকি?

যে শহরে থাক তুমি চাঁদ দেখ কি রাতে?

হাসনাহেনা ফুলের কুঁড়ি থাকে তোমার হাতে?

পড়তে বসলে জানলা দিয়ে জোনাক পোকা আসে?

কিশোর বেলার বন্ধু হয়ে

তোমায় ঘিরে ভাসে?

চোখের পাতায় খুব যতনে স্বপ্নের জাল বোনো?

জোসনা ঝরা রাতে বসে মায়ের গল্প শোনো?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে