রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রজাপতি ও খোকা

বজলুর রশীদ
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রজাপতি ও খোকা

প্রজাপতি, প্রজাপতি

ফুলে তোমার লোভটা অতি

রসটা খেয়ে যাও,

মৌমাছিরা আসে উড়ে

রসের আশায় ডাকে সুরে

একটু ওদের দাও।

মৌচাকের ওই মধু পেলে

মনটা আমার সদাই খেলে

নিত্য করি আর্ট,

লেখাপড়া ভালো লাগে

স্বপ্ন জাগায় অনুরাগে

ইশকুলের-ই পাঠ।

বন্ধু হয়ে প্রজাপতি

থাকবে বাগানজুড়ে,

মৌমাছিদের মধু খেয়ে

গাইব দু'জন সুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে