হেমন্ত প্রভাত
সাতসকালে হিমেল হাওয়ায়
শীতের খবর বলে,
দূর্বা ঘাসে শিশিরকণা
মিটমিটিয়ে জ্বলে।
কুয়াশা চিরে শীতের বুড়ী
আসছে ঘুরে ফিরে,
ধানের ক্ষেতে সবুজ হাওয়া
বইছে ধিরে ধিরে।
খেজুর গাছে উঠবে চাষি
ঠুঙ্গি দড়ি নিয়ে,
গাছ কাটবে রস পড়বে
বাঁশের নলি দিয়ে।
সবুজ মাঠে চাষির নজর
স্বপ্ন জাগে মনে,
ধানের ফলন ভালো হবে
বলছে জনে জনে।
উঠান বাড়ি লেপাপোঁছা
করছে গাঁয়ের বধূ,
শ্যামলা মুখে হাসির ঝলক
কণ্ঠে তাহার মধু।
গাঁও-গ্রামের সবার মুখে
আগাম দিনের হাসি,
জারি সারি গানের সুরে
মেতে উঠবে চাষি।