বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

গফরগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জন নির্বাচিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০
গফরগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জন নির্বাচিত

ময়মনসিংহয়ের গফরগাঁও পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নারীসহ তিনজন কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পৌরসভার ১২টি কাউন্সিলর পদের মধ্যে একটি সংরক্ষিত ওয়ার্ড ও দুটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে একজন করে মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গফরগাঁও পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড ৩ (৭, ৮, ৯নং ওয়ার্ডে) এ মোছা. পারভীন আক্তার, ৮নং ওয়ার্ডে বাবুল হোসেন, ৭নং ওয়ার্ডে মো. শাহজাহান সাজু এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে টিকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তারা তিনজনই বর্তমান কাউন্সিলর।

এবার গফরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত দুই মেয়র প্রার্থীসহ ৩১ জন কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি সাধারণ ওয়ার্ডে ২৬ জন ও তিনটি সংরক্ষিত নারী আসনে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে