পৌর নির্বাচনে প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার রাতে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চা-দোকানে মানুষের ভিড়। সেখানে আড্ডা দিচ্ছিলেন অটোভ্যানচালক রাজিব, দলিল লেখক স্বপন সাহাসহ অনেকেই। চলছিল নির্বাচনী আলাপচারিতা। সবারই প্রশ্ন কে হচ্ছেন বোয়ালমারীর পৌর মেয়র? নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, বিএনপির শুকুর শেখ, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা। তিন মেয়র প্রার্থীই নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে ৩৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd