আজ ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। মেয়র পদে পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, বিএনপির মো. চান মাহমুদ, ইসলামী আন্দোলনের আলাল উদ্দিন, স্বতন্ত্রপ্রার্থী মো. গোলাম মোস্তফা ও মো. গোলাম কিবরিয়া সেলিম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যসহ ১০ ম্যাজিস্ট্রেট থাকবে ভোটকেন্দ্রে। পৌরসভার ১০ ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd