সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল মানবিক সহায়তার চেক হাতে তুলে দিলেন মাহমুদা খাতুন নামে এক গৃহবধূকে। বুধবার বেলকুচি পৌর এলাকার চালা গ্রামের রমজান আলীর (৫৫) দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছেন। তিনি উপজেলা পরিষদে আবেদন করলে চেক স্ত্রী মাহমুদা খাতুনের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল জানান, পৌর এলাকার চালা গ্রামের রমজান আলী দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছেন এবং তিনি উপজেলা পরিষদে একটি মানবিক সহায়তার আবেদন করলে পাঁচ হাজার টাকার মানবিক সহায়তার চেক দেওয়া হয়েছে তার চিকিৎসার জন্য। উপজেলায় কেউ এমন অসুস্থ ব্যক্তি থাকলে সাধ্যমতো মানবিক সহায়তা করা হবে। এসময় বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামাণিকসহ সাংবাদিকরা ছিলেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd