রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৫ আগস্ট ২০২২, ০০:০০
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শনিবার যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-৩ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী ফুলের মালা পরিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাইন উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রুমেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান, কেন্দুয়া সরকারি কলেজ শাখার সভাপতি জেনিস খান, সাধারণ সম্পাদক মো. জাকারুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে