বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জমকালো আয়োজনে ১৪ বিজিবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
জমকালো আয়োজনে ১৪ বিজিবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. আমীর হোসেন মোলস্না, পিবিজিএম, পিএসসি। এ সময় নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান পিএসসি, রাজশাহী সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন জিপস্নাস, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, ১৪ বিজিবির মেজর মোসলেহ উদ্দিন, জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা, নওগাঁ সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, স্বাস্থ্য প্রশাসক ডা. খালিদ সাইফুলস্নাহ, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, নওগাঁ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে