শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শ্রীনগরে কবরস্থান থেকে ৬ লাশ চুরি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
শ্রীনগরে কবরস্থান থেকে ৬ লাশ চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও কবরস্থান থেকে ৬টি লাশ চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে গত রোববার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কবরস্থানের খাদেম হাফেজ মো. জামাল উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার এক মৃত ব্যক্তির জন্য কবর তৈরি করতে কবরস্থানে গিয়ে দেখতে পান বেশ কয়েকটি কবরের এক পাশে বড় করে গর্ত করা। বিষয়টি তারা মোবাইল ফোনে কবরস্থানের খাদেম জামাল উদ্দিনকে জানান। তাৎক্ষণিকভাবে খাদেম এলাকার কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে এর সত্যতা পান। কবরের উপরে মাথার চুল ও গামছায় হারের টুকরা দেখে তারা ধারণা করেন লাশ চুরি হয়েছে। পরে তারা গর্তের মধ্য দিয়ে কবরের ভিতরে সন্ধান করে নিশ্চিত হন করবগুলোতে লাশের কোনো আলামত নেই। এ ঘটনায় দাফন করা লাশের স্বজনরা মর্মাহত।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, কবরস্থানের খাদেম নিশ্চিতভাবে বলতে পারছেন না লাশগুলো চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে