শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

'কসবা রেলস্টেশন নির্মাণ কাজ আর বন্ধ হবে না'

কসবা (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আখাউড়া-লাকসাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকা এবং সালদানদী রেল সেতু নির্মাণ কাজ বার বার বন্ধ হলেও আর বন্ধ হবে না। সাম্প্রতিক সময়ে সমস্যাগুলো সমাধান করে রেলওয়ে স্টেশন ও সালদা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সাত দিন ধরে পুরোদমে কাজ চলছে। নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের জন্য যেমন ভালো হবে, তেমনি ভারতেরও। পাশাপাশি বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের যে যোগাযোগ আছে এর ফলে তা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। শনিবার কসবা রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের ভেতর কাজ হচ্ছে, এমন অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধার মুখে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। উচ্চপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে কসবা রেলস্টেশন, রেলপথ ও সালদা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে