মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
walton

শাজাহানপুরে কৃষকের মামলায় চেয়ারম্যানের কারাদন্ড

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

বগুড়ার শাজাহানপুর উপজেলার নারিলস্না গ্রামের কৃষক মন্তেজার রহমানের দায়ের করা কৃষক নির্যাতন মামলায় সংশ্লিষ্ট খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুলস্নাহ আল ফারুককে (৪৮) অর্থদন্ড ও অনাদায়ে কারাদন্ড দিয়েছেন আদালত। ফারুকের বিরুদ্ধে মামলাটি ২০১৭ সালে দায়ের হয় এবং দীর্ঘ ৫ বছর পর্যালোচনার পর ১৬ মার্চ বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর ম্যাজিস্ট্রেট বেগম মির্জা শায়লা এ রায় প্রদান করেন। রায়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং অনাদয়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। তবে রায়ের পরপরই আদালতে জরিমানার টাকা জমা দেন সাজাপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক।

বাদী কৃষক মন্তেজার রহমান জানান, 'ইউপি চেয়ারম্যান হয়েও ফারুক আমাকে মেরে আমার সাইকেল দিয়েই আমাকে সাইকেল চোর বানিয়ে থানায় ধরিয়ে দিয়েছিলেন। যা একজন জনপ্রতিনিধি হয়ে অমানবিক আচরণ। তবে ৫ বছর পর হলেও আমি ন্যায়বিচার পেয়েছি। যদিও শাস্তি আরও বেশি হলে খুশি হতাম।'

প্রতিক্রিয়া জানার জন্য দন্ডপ্রাপ্ত খোট্টাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুলস্নাহ আল ফারুকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে