সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বগুড়ায় দা দিয়ে কুপিয়ে দুইজনকে জখম

বগুড়া প্রতিনিধি
  ১৬ মে ২০২৩, ০০:০০
বগুড়ায় দা দিয়ে কুপিয়ে দুইজনকে জখম

বগুড়ার সোনাতলায় কসাইয়ের দা নিয়ে দুইজনকে কুপিয়ে জখম করেছে এক যুবক। সোমবার সোনাতলা বাসটার্মিনাল রেলগেট সংলগ্ন মিন্টু কসাইয়ের দোকানে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম জাহাঙ্গীর সে উপজেলার করমজা গ্রামের মোজাফফর আলীর ছেলে। আহতরা হলেন- সোনাতলা পৌর এলাকার লাহিড়ীপাড়া গ্রামের মৃত আফছার আলী প্রধানের ছেলে মো. লাল মিয়া (৫৩) ও সদর ইউনিয়নের মন্ডমালা গ্রামের আব্দুল মফিজের ছেলে মোনারুল ইসলাম (৩৫)। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ওই যুবক রেলগেট মিন্টু কসাইয়ের দোকানে এসে সেখান থেকে একটি দা নিয়ে প্রথমে দোকানে থাকা মোনারুল নামে কসাইকে কোপ দেয়। এরপর লালমিয়া নামের ব্যক্তি এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। লাল মিয়া রেলগেট এলাকায় পানের দোকানদার। এ ঘটনায় সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, ঘটনা জানার পর জাহাঙ্গীর নামের ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। বিষয়টি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে