শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে হাসপাতাল রক্ষা ও বুড়িচংয়ে মাদক কারবারির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ৩১ মে ২০২৩, ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চক্ষু হাসপাতাল রক্ষা ও কুমিলস্নার বুড়িচংয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারি চিকিৎসা কেন্দ্র পেকস চক্ষু হাসপাতাল রক্ষায় অধিগ্রহণে বাণিজ্যিক শ্রেণিভুক্ত করার এবং কুমিলস্নার বুড়িচংয়ে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারি চিকিৎসা কেন্দ্র পেকস জেনারেল হাসপাতাল রক্ষায় এর জায়গা অধিগ্রহণে বাণিজ্যিক শ্রেণিভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে নাগরিক কমিটির সভাপতি এমএ মতিন মোলস্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, পেশাজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবু মিয়া, উপজেলা বাসদের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, উপজেলা জেএসডি'র সভাপতি আইয়ুব হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মামুন মোবারক, উপজেলা ওয়ার্কার্স পাটির সদস্য রবিউল আওয়াল বিএসসি প্রমুখ।

দেবিদ্বার ও বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নায় মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে গ্রামের নারী-পুরুষরা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার কুমিলস্নার বুড়িচং উপজেলার লড়িবাগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন, পথপ্রতিবাদ ও সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, প্রধান শিক্ষক আবদুস সালাম, হুমায়ূন সদ্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে