রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সিলেট থেকে চুরি হওয়া শিশু নবীগঞ্জে উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ৩১ মে ২০২৩, ০০:০০
সিলেট থেকে চুরি হওয়া শিশু নবীগঞ্জে উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া ১৪ মাসের শিশু হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার সর্দারপুর গ্রাম থেকে গভীর রাতে শিশুটি উদ্ধার করা হয়। তবে শিশু চোর জাফর মিয়াকে গ্রেপ্তার করা যায়নি।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের জাফর মিয়া দীর্ঘদিন ধরে সিলেটের গোয়াইনঘাট এলাকায় ব্যবসায়ী কয়েছ উদ্দীনের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত শনিবার জাফর ব্যবসায়ী কয়েছের ১৪ মাসের শিশু সন্তানকে চুরি করে পালিয়ে আসে। এরপর সর্দারপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মমতাজ বেগমের কাছে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে। পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে জাফরের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে