লক্ষ্ণীপুর শহরের সিটি হসপিটালের অপারেশনের সাড়ে ৬ ঘণ্টা পর মো. আবু ছায়েদ (৫৫) নামে এক রোগীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার তিনি মারা যান। পরিবারের অভিযোগ হাসপাতালের অবহেলায় তার মৃতু্য হয়েছে। নিহত আবু ছায়েদ সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা। ছেলে দেলোয়ার হোসেন নিশান জানান, তার বাবার ডান পায়ে ফোঁড়ার অপারেশনের জন্য গত ২ জুলাই শহরের সিটি হসপিটালে ভর্তি করেন। বুধবার হাসপাতালের মালিক ডা. রাকিবুল আহছান রোগীর পায়ে অপারেশন করেন। ভোররাতের দিকে তার বাবা বমি করলে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা নার্সদের ডেকেও কাছে পাননি। কিছুক্ষণের মধ্যে তার মৃতু্য হয়। হাসপাতালে গিয়ে ডা রাকিবুল আহছানকে পাওয়া যায়নি। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইলিয়াস মাহমুদ বলেন, চিকিৎসাজনিত কোন ক্রটি বা অবহেলায় রোগীর মৃতু্য হয়নি। যে কোন ব্যক্তির হঠাৎ হার্ট এট্যাক হতে পারে। এ রোগীর ক্ষেত্রে হয়তো তেমনটি হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর বলেন, এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।