শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সৌদি আরব থেকে সরাসরি চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন হাজিরা

  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
সৌদি আরব থেকে সরাসরি চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন হাজিরা

চট্টগ্রামবাসীর সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি হজ ফ্লাইট চালু করায় এ অঞ্চলের হাজিরা পবিত্র হজ পালন শেষে সহজেই জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে ফিরতে পারছেন। চট্টগ্রাম অঞ্চলের হাজিদের বহনকারী বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি৩১৫৪ বুধবার রাত ৮টায় জেদ্দা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ফ্লাইটটিতে মোট ৪১৯ জন হাজি ছিলেন যাদের মধ্যে ৩৯৯ জন চট্টগ্রামে ও বাকিরা ঢাকায় আসেন। বিমানবন্দরে অবতরণের পর হাজিদের জমজমের পবিত্র পানি সরবরাহ করা হয়। এ বছর জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে মোট ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ রুটের শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ২ আগস্ট জেদ্দা বিমানবন্দর থেকে যাত্রা করবে। হাজিদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিমান কর্তৃপক্ষ ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে হজ ফ্লাইট পরিচালনা করছে। ম সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে