শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

মহেশপুরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক ঝিনাইদহের মহেশপুরে বিতরণ করেন শফিকুল আজম খাঁন এমপি -যাযাদি

ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল গরিব, দুস্থ, অসহায় ব্যক্তিদের সুচিকিৎসার জন্য তাদের হাতে এই চেক তুলে দেন।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, ইউপি চেয়ারম্যান বিএম সালাউদ্দিন, আরিফান চৌধুরী লুথান, জামিরুল ইসলাম, মিজানুর রহমান, ইয়া নবী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার গরিব, দুস্থ ও অসহায় ২৩ জনের সুচিকিৎসায় ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মীর সুলতাজ্জামান লিটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে