দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে ষাঁড়-গরু ও হাঁস-মুরগি রাখার ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ৯৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ষাঁড়-গরু ও ৫শ' জনকে ২০টি করে মুরগি এবং ৫শ' জনকে ২০টি করে হাঁস দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডা. বিপস্নব কুমার দে, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, কবিরুল ইসলাম প্রধান ও সাজ্জাত হোসেন প্রমুখ।