বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনাকে জয়ী করতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
গাজীপুরের কালিয়াকৈরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক -যাযাদি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, সরকার অনেক কষ্ট করে উন্নয়ন করছে। আগেও তো সরকার ছিল। তারা বিগত দিনে কি কি কাজ করেছে আর এখন এ সরকার কি কি উন্নয়ন করেছে নিশ্চয় আপনারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের জনগণের কথা চিন্তা করেন। তাদের কথা চিন্তা করে কাজ করেন বলেই আজকে মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছেন। আগামী দিনেও যাতে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত থাকে সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জয়ী করতে হবে। তাহলে যেসব অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো করে এই দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবেন।

তিনি মঙ্গলবার বিকালে উপজেলা চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গণমানুষের জন্য কি কাজ করেছেন, তার আংশিক চিত্র এ উপজেলার উন্নয়ন মেলায় তুলে ধরা হয়েছে। উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর যে উন্নয়ন করেছে, তার সব কিছু এ উন্নয়ন মেলায় দেখা যায়। যার যার ইউনিয়নের উন্নয়ন ইউনিয়ন পরিষদের সামনে সেট করবেন যেন মানুষ উন্নয়নগুলো দেখতে পারেন।

মন্ত্রী বলেন, প্রত্যেকটা বাড়িতে সাপস্নাই ওয়াটার পাবেন। এই মাসেই যেন প্রত্যেক বাড়ি বাড়ি সাপস্নাই ওয়াটার নিশ্চিত করতে চাই। আগামী ১০ দিনের মধ্যে সাপস্নাই ওয়াটার বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। যদি না পৌঁছে তাহলে আমাদের জানাবেন।

উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জায়েদা নাসরিন, মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে