ওঁরাও সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কারাম পূজা। আর এই উৎসব উপলক্ষে ঢাক-ঢোল বাজিয়ে নাচ, গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে এ উৎসবটি পালিত হয়েছে।
সোমবার গভীর রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যাব্যাপী সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গার ওঁরাও পাড়ায় কারাম পূজা ও সামাজিক উৎসব কমিটির আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, সিনিয়র সহকারী জজ এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সদর থানার ওসি ফিরোজ কবির, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তিরা।