বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

তিতাসে শিক্ষার্থীদের ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত দিল বিদ্যালয়

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কুমিলস্নার তিতাসের ফরম পূরণের সময় আদায় করা অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের মাঝে ফেরত দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার উপজেলার নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে প্রাপ্ত টাকা তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম জানান, '২০২১ সালে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড নির্ধারিত হারে টাকা আদায় করা হয়। পরবর্তীতে করোনার কারণে ওই বছর মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যান্য বিষয়ে পরীক্ষা না হওয়ায়, বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার যে ফি নেওয়া হয়েছিল তা বোর্ড ফেরত দিয়েছে।

তিনি আরও জানান, 'বোর্ড থেকে বিদ্যালয় ৩৯ হাজার ৫শ' ৮৫ টাকা পেয়েছে। তা ১৩৭ জন শিক্ষার্থীদের মাঝে সর্বোচ্চ ৩৯০ টাকা থেকে সর্বনিম্ন ২০ টাকা হারে বিতরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে