রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আবারও কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও হারুন অর রশিদ

হাওড়াঞ্চল প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আবারও কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও হারুন অর রশিদ

তৃতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর-রশিদ। এবার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য গত ১৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হকের যৌথ স্বাক্ষরিত এক পত্রে প্রাথমিক শিক্ষার বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়। এর আগে ২০২২ সালেও তিনি একই ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা পদক লাভ করেছিলেন। এ ছাড়া তিনি জন্ম ও মৃতু্য নিবন্ধনেও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

উলেস্নখ্য, ইউএনও হারুন-অর-রশিদ অষ্টগ্রামে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের হার উন্নীত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে গড় উপস্থিতির হারও বেড়েছে। মো.হারুন-অর-রশিদ ২০২২ সালের মার্চের প্রথম দিকে অষ্টগ্রাম উপজেলায় যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে