গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা একটি গ্রাম। যেখানে রান্নার জন্য ব্যবহার করতে হতো পুকুর অথবা খালের পানি। আর খাবারের পানি ফুটিয়ে পান করতে বা দূরের গভীর নলকূপ থেকে আনতে হতো। ফলে গ্রামটির মানুষ ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগে ভুগতেন।
ওই গ্রামের মানুষের সুপেয় পানির কষ্ট লাঘবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কমিউনিটি বেজ টিউবওয়েল স্থাপন করে দিয়েছে। এতে সহজেই সুপেয় পানি পাচ্ছে ওই গ্রামের বাসিন্দারা।
টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, শুধু লেবুতলা গ্রামই নয়, একই সুবিধা ভোগ করছে উপজেলার ডুমুরিয়া, বর্নি, কুশলী ও গোপালপুর ইউনিয়নের অতন্ত গ্রামের ১৮০ পরিবার। গ্রামের শহরের সুবিধা দিতে চার ইউনিয়নে মোট ১৮টি কমিউনিটি বেজ টিউবওয়েলের কাজ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এক একটি টিউবওয়েল থেকে ১০ থেকে ১৫টি পরিবার সুপেয় পানির সুবিধা ভোগ করছে। প্রতিটি টিউবওয়েল পস্ন্যান্ট বসাতে ৩ লাখ ৯০ হাজার টাকা খরচ হয়েছে।
আরও জানা যায়, বৃদ্ধ ও বাচ্চারা হ্যান্ড পাম্পগুলোতে চেপে পানি বের করতে পারে না। কিন্তু এই কমিউনিটির বেজ টিউবওয়েলে ট্যাপ ঘোরালেই পানি পড়ে। এছাড়া টিউবওয়েল বসাতে উপকারভোগীদের কোনো টাকা খরচ হয় না। শুধুমাত্র যে বিদু্যৎ বিল আসে, সেটি দিতে হয়। যদি ২ হাজার টাকা বিদু্যৎ বিল আসে সেটা ১০ পরিবার, ২০০ টাকা করে ২ হাজার টাকা পরিশোধ করে।
লেবুতলা গ্রামের উপকারভোগী বিজয় বাড়ৈ বলেন, 'আমাদের গ্রামে সুপেয় পানির খুব সংকট ছিল। ফলে এলাকার মানুষ পানিবাহিত রোগে প্রতিনিয়ত আক্রান্ত হতো। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঘরের দুয়ারে সুপেয় পানি পৌঁছে দিয়েছে। এই লাইনে ২৪ ঘণ্টাই পানি পাওয়া যায়। শহরের সুবিধা আমরা গ্রামেই পাচ্ছি তাই প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।'
কুশলী ইউনিয়নের কুশলী গ্রামের বৃদ্ধা ঝরনা বেগম বলেন, পানির জন্য দুর্ভোগের শেষ ছিল না। যাদের টাকা আছে, তারা কিনে খেতে পারেন। কিন্তু গরিব মানুষের পানি কিনে খাওয়ার সামর্থ্য নেই। সরকার এখানে একটি টিউবয়েল স্থাপন করে দিয়েছে। সেই টিউবওয়েল থেকে লাইন নিয়ে সহজেই সুপেয় পানি পাচ্ছেন।
টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার বলেন, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় উপজেলার চার ইউনিয়নে ১৮টি কমিউনিটি বেজ টিউবওয়েল স্থাপনের কাজ শেষ হয়েছে। এসব টিউবওয়েল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ২ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা ভোগ করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন শহরের সুবিধা গ্রামের মানুষও ভোগ করবে। সেটি বাস্তবায়ন করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শহরের মতো প্রত্যন্ত গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে ঘরে পানি পৌঁছে দেওয়ার জন্য এই কমিউনিটি বেজ টিউবওয়েলের প্রকল্প গ্রহণ করে।