বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

বাগেরহাটে জলবায়ু বিপদাপন্ন ও করণীয় বিষয়ক সংলাপ

বাগেরহাট সদর প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাগেরহাটে জলবায়ু বিপদাপন্ন ও করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন- উপজেলা কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, আবহাওয়াবিদ ডক্টর হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে