রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পীরগঞ্জ ও আজমিরীগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, ২ জন গ্রেপ্তার

রামপাল বিদু্যৎকেন্দ্রের ২৬৩ কেজি তারসহ গ্রেপ্তার ৩ মাদককারবারিসহ তিন জেলায় গ্রেপ্তার আরও ৮
স্বদেশ ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
পীরগঞ্জ ও আজমিরীগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, ২ জন গ্রেপ্তার
পীরগঞ্জ ও আজমিরীগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, ২ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ও হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাগেরহাটের রামপাল তাপবিদু্যৎ কেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ তিন চোরসহ তিন জেলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর:

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইমাম উপজেলার আজলাবাদ গ্রামের আনারুল হকের ছেলে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলায় ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শ্রমিককে আটক করা হয়েছে। বুধবার অভিযুক্ত কালাম মিয়াকে (৫৫) উপজেলার লতাঘাট থেকে আটক করে পুলিশ। এদিকে, ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক অবস্থা মুমূর্ষু হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আটক কালাম মিয়া আজমিরীগঞ্জ উপজেলার ইনামনগর গ্রামের মৃত কেরাম উলস্নার ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় আত্মগোপনে থাকা অবস্থায় কালামকে আটক করা হয়।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপাল তাপবিদু্যৎ কেন্দ্রের ২৬৩ কেজি তামার তারসহ তিন চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার পাওয়ার পস্ন্যান্টের ১নং গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মেহেদী হাসান (১৯), খুলনা রূপসার উত্তর খাজ ডাঙ্গা গ্রামের মাহাবুব হোসেন (২১) ও গোবরচাকা এলাকার জাহাঙ্গীর সরদার (৪৮)।

ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বলেন, 'রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

রংপুর প্রতিনিধি জানান, রংপুরর্ যাবের অভিযানে বিপুলসংখ্যক ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রংপুরর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক সজল হোসেন (২০) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকার নজরুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তলস্নাশি চালানো হয়। তলস্নাশিতে এক হাজার ১৪৫ বোতল ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।'

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া-আসা করায় পাঁচজনকে আটক করেছে বিজিবি। সোমবার উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- পঞ্চগড়ের বোদা উপজেলার নাছির উদ্দীনের ছেলে শরিফ উদ্দীন ও সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রবিউল, একই গ্রামের মৃত বাহার উদ্দীনের ছেলে কফিল উদ্দীন ও ইন্দ্রইল গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে জয়নুল হক। আটকদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপালে রাস্তার ওপর প্রকাশ্যে হরিণের মাংস বিক্রি করার সময় দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার গিলাতলা বাজার থেকে আটক করা হয়। আটকরা হলো- মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের হাসান সরদারের ছেলে শওকত সরদার (৩৭) ও রামপাল উপজেলার চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী (৩৯)।

রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, 'আসামিরা সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ঢুকে হরিণ হত্যা করে ও মাংস রামপালের গিলতলা বাজারে রাস্তার ওপর বিক্রি করছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে