রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন যথাক্রমে শ্রেষ্ঠ জেলা পরিষদ এবং শ্রেষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর (অতিরিক্ত সচিব) আনুষ্ঠানিকভাবে আফাজ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী স্থানীয় সরকারের পরিচালক (যুগ্মসচিব) এনামুল হক ও উপ-পরিচালক শাহানা আখতার জাহান ২০১২-২০২৩ অর্থ বছরে রাজশাহী বিভাগের জেলা পরিষদ সমূহের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা রুহুল আমিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলার উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।