রাস্তায় গাছ ফেলে ঢাকার কেরানীগঞ্জে রোড ডাকাতি চক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদক, ধর্ষণ, হত্যা ও অস্ত্র মামলায় ৭ জেলায় আরও ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, রাস্তায় গাছ ফেলে ঢাকার কেরানীগঞ্জে রোড ডাকাতি চক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি অটোরিকশা জব্দ করা হয়েছে। আব্দুলস্নাপুর হতে চরগুলগুলিয়া যাওয়ার পথে তারা এ ডাকাতি করে। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- স্বপন হাওলাদার (৩০), মাসুদ হাওলাদার (৪৮), রাকিব (২৭), রিপন মৃধা (৩২), আকাশ (২৬), রুবেল সরদার (২৩), রাজন মিয়া (৩৫), ফারুক খান (২৬), সুমন ওরফে হেলাল বেপারী (২৭), রেজাউল (৪০), রনি কাজী (৩০), টিপু হাওলাদার (৩২), সোহেল (৩০), মামুন সিকদার (৫০), রাজিব হোসেন (২৬)।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার উপজেলার রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, এনায়েত হাওলাদার (৩০), সানাউলস্নাহ ওরফে সামি (৩১)। বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন এ কথা জানান।
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার দেবহাটায় এক শিশুকে (৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে আজগর আলী (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজগর আলী উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে। রোববার দেবহাটা থানার এসআই নূরনবীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় আসাদ আলী (৫৫) নামের এক কৃষককে শিকলবন্দি করার অভিযোগে সুদে ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া ওই সুদে ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, লোহাগড়া থানা পুলিশের তৎপরতায় চাঞ্চল্যকর এসএম বরকত ওরফে সাহেব (৬০) হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, শফিক মোল্যা (৩৫) আমিন মোল্যা (২২)। ওরফে আমিন দাই একই গ্রামের আয়ূব হোসেন মোল্যার ছেলে। লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন এ তথ্য জানান।
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি জানান, রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলাধীন দিশানপাড়া এলাকা থেকে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক বৃষমনি চাকমার ছেলে মনিশ?্যা চাকমা ওরফে অনিল নানিয়ারচর সদর ইউনিয়নের রাঙ্গীপাড়ার বাসিন্দা। নানিয়ারচর থানার ওসি সুজন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
ফেনী প্রতিনিধি জানান, ফুলগাজীর আমজাদহাটে ১৩০ পিস ইয়াবাসহ সুজন ও সাহেদ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারা হলেন- মজিবুল হক সুজন (৩০), মোহাম্মদ আলী সাহেদ। ফুলগাজী থানার ওসি আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেন।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে ৪শ' পিস ফেনসিডিল ও নগদ ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। দুমকি থানার ওসি আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।