শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সমিতির মতো গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে দেশের মঙ্গল হবে -এমপি আনিস

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
সমিতির মতো গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে দেশের মঙ্গল হবে -এমপি আনিস

সমিতিতে যেভাবে সুশৃঙ্খল, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়, তা যদি জাতীয় পর্যায়ে হয়, তবে দেশের মঙ্গল হবে। জবাবদিহিতা থাকলে জনগণ উপকৃত হয়। তাদের আস্থা-বিশ্বাস শতগুণ বৃদ্ধি পায়।

রোববার উপজেলার আমানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

সমিতির সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শাহজাহান ও দপ্তর সম্পাদক মেহফুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বার্ষিক রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহাম্মেদ খাঁন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে