মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পরে রবিউল (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রবিউল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শরীয়তপুর জেলার বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে ২০-২৫ জন শ্রমিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন। রোববার সন্ধ্যায় উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন এলাকায় আসলে প্রস্রাব করতে ট্রলারের পেছনে যান রবিউল। এ সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। ট্রলারে থাকা শ্রমিকরা ৯৯৯ কল দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। নিখোঁজ রবিউলের মৃগী রোগ ছিল বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানিয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, উদ্ধার অভিযানসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।