শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রামুতে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

তিন জেলায় ৩ নারীর মরদেহ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

কক্সবাজারের রামুতে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। এছাড়াও তিন জেলায় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের রামুতে জমি বিরোধের জেরে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। শুক্রবার উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত আয়ুব আলী (৩০) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, 'রামুর খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় জমি বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন হয়েছে বলে ৯৯৯ নম্বরের ফোন থেকে কল করে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনায় খুনি পালিয়ে যায়। তবে ছোট ভাই ইয়াছিনের স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে জমি বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।' এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহিনুর বেগম (৪২) নামের একজন নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আর এ বিরোধের সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

নিহত শাহিনুর বেগম উপজেলার গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।

নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার জানান, প্রতিবেশী চাচাতো ভাই মন্টু তালুকদারের সঙ্গে জমির সীমানা বিরোধের জেরে ধরে এ হামলার ঘটনা ঘটে।'

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহারিয়া ফাত্তাহ জানান, 'শাহিনুর বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃতু্য হয়েছে।'

মোরেলগঞ্জ থানার ওসি শামসুদ্দীন জানান, 'জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছেন। রাতেই ঘটনাস্থল এলাকায় পুলিশ দল যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার খুলনা-মোংলা মহাসড়কের পশ্চিম পাশে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাগানে অন্য সাথীদের সঙ্গে খেলার সময় মুস্তাকিন শেখ নামে এক শিশু ওই নারীকে চাদর দিয়ে ঢাকা অবস্থায় বাগানের একটি গর্তে দেখতে পায়। এ সময় সে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।

ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম বলেন, 'ময়না তদন্তের রিপোর্ট এলে ওই নারীর কীভাবে মৃতু্য হয়েছে তা সঠিকভাবে জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়ায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া খাতুন (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার মলিস্নকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩২) আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানিয়েছেন, আটক সাব্বির মানসিক ভারসাম্যহীন যুবক।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, 'খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকান্ডে ব্যবহৃত লাঠি, টর্চ লাইট ও জুতা উদ্ধার করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে