মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

কুমিলস্না-১১ আসনে ইসলামী ঐক্যজোট প্রার্থীর নির্বাচন বর্জন

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
কুমিলস্না-১১ আসনে ইসলামী ঐক্যজোট প্রার্থীর নির্বাচন বর্জন

কুমিলস্না-১১ চৌদ্দগ্রাম আসনে ভোট বর্জন করেছেন ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি খোরশেদ আলম। রোববার দুপুর ১২টায় মুন্সিরহাট বাজারস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

বিভিন্ন কেন্দ্র থেকে মিনার প্রতীকের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি এই নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুনভাবে নির্বাচনের দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোট নেতা ও গণম্যান্য ব্যক্তিরা।

মুফতি খোরশেদ আলম বলেন, 'রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই মিনার প্রতীকের এজেন্টরা আমার নিজ ইউনিয়ন শুভপুরের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু প্রভাবশালী অন্য প্রার্থী ও নেতাকর্মীরা জোরপূর্বক তাদের বের করে দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মারে। আমি নিজে ভোট দিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে এজেন্ট কেন্দ্রে দিলেও আমি বের হওয়ার পর আবারও তাদের বের করে দিয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে