বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সাত বছর পর কবর থেকে তোলা হলো লাশ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
সাত বছর পর কবর থেকে তোলা হলো লাশ

মেহেরপুরের গাংনীতে মৃত যুবকের নামে থাকা সম্পত্তির মালিকানা নির্ধারণ করতে কবর থেকে লাশ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হতে মেহেরপুর দ্বিতীয় যুগ্ম জজ আদালতে বিজ্ঞ বিচারক এইচএম কবির হোসেন এ আদেশ দেন। বৃহস্পতিবার উপজেলার পূর্বমালসাদহ গ্রামের কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়।

আদালতের আদেশ পালনে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, সিভিল সার্জনের প্রতিনিধি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও আব্দুল আল মারুফ ও গাংনী থানার এসআই জহির রায়হান মামলার বাদী ও বিবাদীদের উপস্থিতিতে মরদেহের নমুনা সংগ্রহ করেন।

জানা গেছে, পূর্বমালসাদহ গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে আল কবিরকে (২৫) নিঃসন্তান দম্পতি জুগিরগোফা গ্রামের আব্দুল লতিফ-হাজেরা খাতুন লালন-পালন করেছেন। তাদের নামীয় ১৩ বিঘা জমি আল কবিরের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। ২০১৬ সালের ১৭ নভেম্বর বিদু্যতস্পৃষ্টে আল কবিরের মৃতু্য হয়। পরে এ জমি নিয়ে আল কবিরের বাবা মিজানুর রহমান খোকন আদালতে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে