বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

২৩ বছর পর মন্ত্রী পেয়ে ভৈরববাসীর উচ্ছ্বাস

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
২৩ বছর পর মন্ত্রী পেয়ে ভৈরববাসীর উচ্ছ্বাস

২৩ বছর পর মন্ত্রী পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে ভৈরববাসী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবার পেয়েছেন মন্ত্রিত্ব। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জানুয়ারি সন্ধ্যা থেকে আতশবাজিসহ সোস্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপনে চলছে সমারোহ। শুক্রবার পাপনের মন্ত্রিত্ব পাওয়ার খুশিতে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ভৈরব আওয়ামী লীগ নেতারা।

আনন্দ মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিলস্নাহ প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের স্ব-স্ব ওয়ার্ড ও ইউনিয়ন থেকে এসে মিছিলে অংশগ্রহণ করেন।

এর আগে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মন্ত্রিসভার বাকি সদস্যের সঙ্গে বঙ্গবভনে শপথবাক্য পাঠ করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

আওয়ামী লীগ সরকারের অধীনে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিলস্নুর রহমানের আসনে ২০০৯ সাল থেকে টানা চারবারের মতো এমপি নির্বাচিত হলেও এবারই প্রথম মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

এ সময় নেতাকর্মীরা নাজমুল হাসান পাপনকে মন্ত্রিত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন নাজমুল হাসান পাপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে