বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুর জেলা কারাগার থেকে বিএনপির পাঁচ নেতার মুক্তি

গাজীপুর প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
গাজীপুর জেলা কারাগার থেকে বিএনপির পাঁচ নেতার মুক্তি

দুই মাস কারাভোগের পর শুক্রবার দুপুরে গাজীপুর জেলা কারাগার থেকে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় বিএনপির পাঁচ নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

মুক্তিপ্রাপ্ত অন্যরা হলেন বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, সদস্য এস এম শামীম, মো. রবিউল ইসলাম, বাসন থানাধীন ১৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মোশারফ হোসেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২০২৩ সালে বিস্ফোরক দ্রব্য আইনের দু'টি করে মামলা রয়েছে। তারা ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।

আসামি পক্ষের আইনজীবী সোহেল রানা জানান, গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে বিস্ফোরক দ্রব্য আইনের দু'টি মামলায় মনিরুল ইসলামসহ পাঁচজন ও গাজীপুর আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনের অপর দু'টি মামলায় মনিরুল ইসলাম যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি জামিন লাভ করেন।

গাজীপুর জেলা কারাগারের সুপার আনোয়ারুল করিম তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে