রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

'শিবপুরে কেউ চাঁদাবাজি-মাদক ব্যবসা করতে পারবে না'

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
'শিবপুরে কেউ চাঁদাবাজি-মাদক ব্যবসা করতে পারবে না'
নরসিংদীর শিবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোলস্না -যাযাদি

নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোলস্না বলেছেন, 'আমি জনগণের ভোটে এমপি হয়েছি। জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। আমি শিবপুরের উন্নয়ন করতে চাই, শান্তির শিবপুর গড়তে চাই। শিবপুরে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না।'

শুক্রবার উপজেলার তেলিয়া বাজার সংলগ্ন মাঠে তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম শিকদার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল আলম, উপদেষ্টা সদস্য আবদুল হাই মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোলস্না তাজুল, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে