রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী (২৭) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজারে নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত গৃহবধূ কাকলীর পিতা ইসমাঈল মিয়া মামুন, ভাই খলিল ভুইয়া, শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই অ্যাডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ।

1

বক্তারা বলেন, 'পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোলস্নাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতায় অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে