সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে নৌকা প্রার্থীর সংবাদ সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভালুকায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে নৌকা প্রার্থীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকায় নির্বাচন-পরবর্তী সময়ে নৌকার কর্মীদের মারধরের অভিযাগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদের কর্মী-সমর্থকের বিরুদ্ধে। তাই নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ-১১ আসনের পরাজিত নৌকার প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। শনিবার প্রার্থীর নিজ বাসভবনে ওই সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে কাজিম উদ্দিন আহমদ ধনু বলেন, '৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর ভালুকা উপজেলার রাজৈ, কাচিনা, মলিস্নকবাড়ী, বিরুনিয়া, উথুরা, ধীতপুর, মেদুয়ারী ও ভরাডোবা ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের অফিস ও ছাত্রলীগের অফিস ভাঙচুর, বীর মুক্তিযোদ্ধা ও নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে