মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বেলাবতে সমলয় চাষাবাদ উদ্বোধন

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
বেলাবতে সমলয় চাষাবাদ উদ্বোধন

নরসিংদীর বেলাবতে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক সমাবেশের সমলয়ে চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্ণীপুরে গ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধানের চারা রাইস ট্রান্সপস্নান্টার দিয়ে সমলয়ে চাষাবাদ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উর রউফ খানের সভাপতিত্বে এবং কৃষি উপ-সহকারী কর্মকর্তা সালাউদ্দিন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মাহবুবুর রশিদ, অতিরিক্ত পরিচালক সালাউদ্দিন টিপু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম লেলিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খাঁন, উপজেলা কৃষি উপ-সহকারী আতিকুর রহমান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি কৃষিবিদ আজিজুর রহমান বলেন, 'বর্তমান সরকারের সময় দেশে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের অংশ হিসেবে সরকার সমলয়ে চাষাবাদ কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় এই পদ্ধতি চালু রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে