সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

দুর্গাপুরে আগুনে পুড়ল ৮ দোকান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
দুর্গাপুরে আগুনে পুড়ল ৮ দোকান

নেত্রকোনার দুর্গাপুরে একটি বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই দোকানিদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দলের ৪০ মিনিটের প্রচেষ্টায় আগু নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে