শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গৌরীপুরে ৫ হাজার শিক্ষার্থীর উচ্চ বিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
গৌরীপুরে ৫ হাজার শিক্ষার্থীর উচ্চ বিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে উত্তীর্ণ হয়ে উচ্চ বিদ্যালয়ে ভর্তিচ্ছুক ৫ হাজার ৫১ জন ছাত্রছাত্রীর ভর্তি অনিশ্চিত। উদ্বিগ্ন অভিভাবকরা ছুটছেন এক প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে। অপেক্ষাকালীন শিক্ষার্থীদের নিয়ে বিপাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। ক্লাস শুরুর ২১ দিন পার হলেও এসব শিক্ষার্থী নিয়ে কোনো দিকনির্দেশনা নেই সংশ্লিষ্ট দপ্তরের। শহরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অপেক্ষার দীর্ঘতালিকা থাকলেও গ্রামাঞ্চলে রয়েছে আসন ফাঁকা। মাদ্রাসাগুলোতেও শিক্ষার্থী সংকটে পূরণ হচ্ছে না শাখাগুলো।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম জানান, 'শিক্ষার্থীদের এ সমস্যার বিষয়ে আমরা অবহিত আছি। সব শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন একত্রিকরণ করে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরে পাঠানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, স্কুল-মাদ্রাসার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫টি শাখায় ৫৫ জন করে ৪ হাজার ১২৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উচ্চ বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরাও শহরের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূরযবালা, জাগরণী, শেখ লেবু স্মৃতিসহ সুনামধন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মেধাবী তালিকার ১ থেকে ২০ জনের ক্রমিকে থাকা অর্ধেক শিক্ষার্থী কোথাও ভর্তি হতে পারেনি।

কালিপুর দৈনিক বাজার এলাকার আরেফিন রহমান জানান, আমার সন্তান ক্লাসে ফার্স্ট হয়ে লাভ কী! মেধা যাচাই লটারি মেনে নেওয়া যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে