বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রায়পুরায় বিএনপির দেড় শতাধিক কারামুক্ত নেতাকর্মীকে সংবর্ধনা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
রায়পুরায় বিএনপির দেড় শতাধিক কারামুক্ত নেতাকর্মীকে সংবর্ধনা

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ প্রায় দেড়শ' নেতাকর্মী কারামুক্ত হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার উপজেলার মরজাল এলাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীর উপস্থিতিতে কারামুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ১৪৩ জনকে পৃথকভাবে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

1

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হজরত আলী ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম এন জামান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ মঞ্জু, রায়পুরা পৌরসভা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে