রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

কাবাডি প্রতিযোগিতা

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার শহরস্থ শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে শনিবার সকালে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান এতে প্রধান অতিথি থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। খেলায় সিলেট রেঞ্জের ৪ জেলা এবং সিলেট আরআরএফসহ মোট ৫টি দল অংশগ্রহণ করে। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, (ডিএসবি) মোহসিন, (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, (সদর সার্কেল) মো. আজমল হোসেন।

খেলা অনুষ্ঠিত

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম আসরের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় দল ১-০ গোলের ব্যবধানে পোড়াদহ ওয়ান্ডার্স কুষ্টিয়া দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

শুক্রবার বিকালে বেলাইচন্ডি মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে বেলাইচন্ডি ইয়ং সোসাইটির সভাপতি জাহাঙ্গীর আলম বিপস্নবের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌর যুবলীগের সভাপতি মো. আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামস।

শীতবস্ত্র বিতরণ

ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ স্কাউটস কাহারোল উপজেলা শাখার উদ্যোগে দুই শত পঞ্চাশ জন দুস্থ শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন। শুক্রবার বিকালে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ওই বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নির্মল কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ।

শুভ উদ্বোধন

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড-জীন বাড়ি ভায়া চাঁদপাশা সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোলস্না ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (পুলিশ-১ অধিশাখা) মো. আবুল ফজল মীর। অনুষ্ঠানে বাঘাব ইউপি চেয়ারম্যান মো. জাহিদ সরকারের সভাপতিত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল আলম সরকার প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসের বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোমেন, বিশিষ্ট সমাজসেবক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, কামাল পারভেজ প্রমুখ।

খেলা অনুষ্ঠিত

ম দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা পৌর শহর ৬নং ওয়ার্ড গণিপুরে ওসমান গণি স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে গণিপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওই খেলায় যুবলীগ নেতা বাবলুর সঞ্চালনায় ও মো. হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, পৌর মেয়র ওমর ফারুক খান, এনএসআই ফারুক, দাগনভূঞা থানার ওসি আবুল হাশেম, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান বেলাল প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলার ইউএনও পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহম্মেদ।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়ে্যদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আবজল হোসেন।

কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ডক্টর মুহাম্মদ জমির হোসেন।

সভা অনুষ্ঠিত

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আ.ব.ম. আবু আব্দুলস্নাহ প্রিন্স'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কালাম আজাদের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে প্রিন্সকে সভাপতি, কামরুল হাসান লিটন, আজিজুল হককে সহ-সভাপতি, অরবিন্দ কুমার দাসকে সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ শিমুলকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম মুক্তাদির সবুজকে কোষাধ্যক্ষ, উজ্জল চক্রবর্তী শিশিরকে সাংগঠনিক সম্পাদক, আবু রায়হান চৌধুরীকে দপ্তর সম্পাদক, আরিফুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, খাইরুল ইসলাম দেওয়ানকে সাহিত্য সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন

ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকরা।

এতে আলহাজ মোহাম্মদ সেলিম উদ্দিনকে সভাপতি নির্বাচিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটির অন্যরা হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, সদস্য মো. দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, নুরুলহুদা, শহীদ উলস্ন্যাহ, মনোয়ারা বেগম, জাহেদুল হক, মো. মঈনউদ্দিন, সাফিনা সারমিন।

মতবিনিময় সভা

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়ার নেতৃত্বে শুক্রবার সংসদ সদস্যের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কার্যকরী সদস্য মাসুম বিলস্নাহ, মোহর আলী, হাফিজুর রহমান প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা।

শনিবার উপজেলার পালশা ইউনিয়নের বেলোয়া আদিবাসী বাগান পাড়া, মাঝিয়ান, মরিচা, ডুগডুগীহাট, বলাহার, চাটশাল, বেলোয়া আশ্রয় কেন্দ্রসহ পালশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, উপজেলা যুবদলের সদস্য মো. মোস্তা মিয়া, সাবেক ছাত্রনেতা সোহেল প্রধান প্রমুখ।

কম্বল প্রদান

ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

'টিম পজিটিভ বাংলাদেশ'র পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন এর চেয়ারম্যান, গোলাম রাব্বানী। বৃহস্পতিবার ও শুক্রবার কদমবাড়ি গণেশ পাগল সেবা আশ্রমের মাঠে ও বদরপাশা ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

\হনরসিংদীতে সিএসআর'র কর্মসূচির আওতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে রূপালী ব্যাংক পিএলসি'র সৌজন্যে নরসিংদী কর্পোরেট শাখার মাধ্যমে ৬০০টি কম্বল বিতরণ করা হয়। শনিবার বেলা ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি'র পরিচালনা পরিষদের স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল আলম। সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি নরসিংদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. রোমান মিয়াসহ অন্যান্যরা।

সভা অনুষ্ঠিত

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতি ১-এর অষ্টম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতির সদর দপ্তর উলস্নাপাড়া আর.এস পলস্নী বিদু্যৎ সমিতির পরিচালনা বোর্ড সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু আশরাফ মো. ছালেহ্‌। এ সময় তিনি বিদু্যৎ গ্রাহকদের বিদু্যৎ অপচয়ের জন্য অনুরোধ এবং নিয়মিত বিদু্যৎ বিল পরিশোধের জন্য আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ

ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ১শ' শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামের ছেলে শামীমুল ইসলাম লরেন্স।

শনিবার বিকালে নিজ বাড়িতে গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরানের সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পাগলা বড় জামে মসজিদের মোতাওয়ালিস্ন মঞ্জুরুল হায়দার, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, সমাজকর্মী কামাল পারভেজ সাজন, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমেদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট

ম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শুরু হতে যাচ্ছে মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট-২০২৪ইং। আগামী ৩০ জানুয়ারি হবে উদ্বোধন। লন্ডন প্রবাসী রাসেল আহমদ, শাহিন উদ্দিন, ওয়াহিদুল হক পারভেজ, সরফ উদ্দিন, সুলব আহমেদ, তপু হক ও জুমান আহমেদের সৌজন্যে ওই টুর্নামেন্টে প্রথম পুরস্কার একটি ফ্রিজ, ২য় পুরস্কার ২১ ইঞ্চি এলইডি টিভি ও ৩য় পুরস্কার একটি বাটম মোবাইল ফোন দেওয়া হবে। খেলাটি কসবা ইসলামীয়া আলীম মাদ্রাসা সংলগ্ন মাঠে (খেলার নিয়মানুযায়ী) অনুষ্ঠিত হবে।

সাধারণ সভা

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

\হনওগাঁ পলস্নী বিদু্যৎ সমিতি-২ (পবিস) এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

\হশনিবার পত্নীতলাস্থ নওগাঁ পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে নওগাঁ পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সভাপতি দিপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওগাঁ পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার শাহ্‌ মো. রাজ্জাকুর রহমান, ডিজিএম (সদর-কারিগরি) সদর দপ্তর শাহিন কবির। অন্যান্যের মধ্যে নওগাঁ পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ সরকার, সচিব মোকলেছুর রহমান, সমিতির সকল ডিজিএম, এজিএম ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন

পস্ন্যান্ট পরিদর্শন

ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

\হটাঙ্গাইলের সখীপুর পৌরসভার কো-কম্পোস্ট পস্ন্যান্ট শনিবার দুপুর ১টায় স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন। পস্ন্যান্ট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় 'ওয়াটার এইড বাংলাদেশ' এর সহযোগিতায় সখীপুর পৌরসভার আয়োজনে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হোসেন পাটওয়ারী, অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানসহ অন্যানরা।

কীটনাশক বিতরণ

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় ব্যাংক এশিয়ার অর্থায়নে এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধায়নে ৩৩০ জন প্রান্তিক সকল কৃষকের মাঝে বিনামূল্যে সিনজেনটার সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে আত্রাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বাবরের চেষ্টায় আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম বিপস্নবের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার মহাদেবপুর নওগাঁ এসইও ম্যানেজার মো. আইনুল ইসলাম, মো. হাফিজ উদ্দিন, রিজোনাল সেলস্‌ ম্যানেজার, ফিল্ড ক্রপ, মো. আসাদুজ্জামান।

কম্বল প্রদান

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

চলমান তীব্র শীতে দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত হত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছেন আজমল হক ফাউন্ডেশন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৌর প্রেস ক্লাবের সভাপতি মীর কাশেম লালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু হুসাইন বিপু, বীরগঞ্জ পৌর সভার প্যালেন মেয়র মো. আব্দুলস্ন্যাহ আল হাবিব মামুন, কাউন্সিলর বনমালী রায়, আজমল হক ফাউন্ডেশনের পরিচালক মো. মেহেদি হাসান সজল।

শীতার্তদের সহায়তা

ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

"মানবতার সেবায় আমরা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় এসএসসি ব্যাচ/৯৫ বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন 'বন্ধু মহল/৯৫' ফাউন্ডেশনের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা ও তিনশত অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসময় উপস্থিত ছিলেন, বন্ধু মহল/৯৫ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ'র চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান, পরিচালনা পরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, শাহীনুর রহমান শাহীন, নীলাম্বর রায়সহ সকল সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে