সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

পরিবেশ সাংবাদিকতায় মনোযোগের আহ্বান এমপি আবু জাহিরের

হবিগঞ্জ প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
পরিবেশ সাংবাদিকতায় মনোযোগের আহ্বান এমপি আবু জাহিরের

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের পরিবেশ দূষণ রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির এ আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমরা হবিগঞ্জে শিল্পের বিপস্নব ঘটিয়েছি। তবে জেলাবাসী যেন শিল্পদূষণের কবলে না পড়ে সেজন্য প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও মনোযোগী হতে হবে। জেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয়সহ সব উন্নয়নে সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানাই। অনুষ্ঠানে এমপি অতীতের ন্যায় সামনের দিনেও প্রেস ক্লাবের উন্নয়নে ভূমিকা রাখবেন জানিয়ে ক্লাবের কল্যাণ তহবিলে অনুদানের প্রতিশ্রম্নতি দেন।

ক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জে সর্বস্তরে সাংবাদিক এবং নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, মো. নাহিজ, ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, শাহ ফখরুজ্জামান, রাশেদ আহমদ খান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাশ সাগর, ক্লাব সদস্য মইনুল হাসান চৌধুরী টিপু, নূরুজ্জামান ভুইয়া মামুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে