সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে ৬ দিনব্যাপী অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ সোমবার শেষ হয়েছে। সমাপনী দিবসে প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী বালক উচ্চ বিদ্যালয় এবং রাবেয়া বালিকা বিদ্যানিকেতনে গত বৃহস্পতিবার থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান বিষয়ক কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড় প্রতিযোগীতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী দিবসে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোরশেদ, পলস্নী উন্নয়ন কর্মকর্তা মুসফিকুর রহমান, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী রায়, রামগঞ্জ বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রোগ্রামার রতন চন্দ্র রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে